লা লিগার ওই চুক্তিকে অবৈধ বলছে স্প্যানিশ ফেডারেশনও

0

বার্সেলোনা চুক্তিটার বিরোধিতা করেছে। রিয়াল মাদ্রিদ তো এমন চুক্তি করায় স্প্যানিশ লিগের সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেওয়ার ঘোষণা দিয়েছে! স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আর এই চুক্তি সমর্থন করবে না, এমনটা অনুমিতই ছিল। তা-ই হলো।

স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ (এলএনএফপি) স্প্যানিশ লিগের সম্প্রচার স্বত্ব ও অন্যান্য অনেক বিষয় নিয়ে ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা সিভিসির সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। ৫০ বছরের এই চুক্তির বিনিময়ে ৩০০ কোটি ইউরো পাওয়ার কথা ছিল স্প্যানিশ লিগের। এই অর্থের ৯০ ভাগ আবার স্পেনের পেশাদার ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে দেওয়া হতো। অবশ্য বণ্টনটা সমানভাবে নয়, হতো লিগের টিভি স্বত্বে বিভিন্ন ক্লাবের অবদানের ভিত্তিতে।

কিন্তু বার্সা-রিয়াল শুরু থেকেই এই চুক্তির বিরুদ্ধে ছিল। আজ এক বিবৃতিতে স্প্যানিশ ফেডারেশনও জানিয়েছে, তারাও এই চুক্তির পুরোপুরি বিরুদ্ধে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.