আইসিসির সেরা তালিকায় মুমিনুল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরের ম্যাচগুলোর আলোকে সাড়া জাগানো অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
সোমবার প্রকাশিত পাঁচজনের সেই তালিকায় রয়েছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছাড়াও ঐ তালিকায় আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।
বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে মুমিনুলের দুর্দান্ত পারফরম্যান্সেই তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে।