জোরপূর্বক কাউকে নির্বাচনে আনা সম্ভব না: সিইসি

0

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জোর করে কাউকে নির্বাচনে আনা সম্ভব না।  সিইসি বলেন ‘নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব হল সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।’

সোমবার ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.