মারা গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেলে মারা যান দেশ সেরা এই স্পিনার।
মস্তিষ্কে টিউমারের চিকিৎসা নিয়েছেন দেশ ও দেশের বাইরে- ভারত ও সিঙ্গাপুরে। শুরুতে কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হয়। চিকিৎসা চলমান থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।মঙ্গলবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
২০১৯ সালের মার্চে রুবেলের ব্রেন টিউমার ধরা পড়ে । সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৯ মার্চ সফল অস্ত্রোপচার হয়েছিল। এরপর নিয়মিত কেমো এবং রেডিও থেরাপি নিয়েছিলেন তিনি।
এতসবের মাঝেও ২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু নভেম্বরে ফের অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের বিছানা ছেড়ে আর মাঠে ফেরা হয়নি ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের।
বাংলাদেশের জার্সিতে ৫ ওয়ানডে খেলেছেন রুবেল। ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত এক পারফরমার। প্রথম শ্রেণি ক্রিকেটে খেলা ১১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৯২। অন্যদিকে ২৩.৯৪ গড়ে করেছেন ৩ হাজার ৩০৫ রান।