বিএনপি নেতারা দিনের আলোতেও অমাবশ্যা দেখেন: কাদের

0

বিএনপির নেতারা এখন দিনের আলোতেও অমাবশ্যার দেখেন বলে মন্তব্য করেছেন আ. লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘নেতৃত্ব সংকটে  থাকা বিএনপির সামনে এখন মরিচিকা। তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে উল্লেখ করেন আ. লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে কাদের বলেন, এককভাবে আন্দোলন করার মত সক্ষমতা হারিয়ে  এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে বিএনপি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.