শাহজালাল বিমানবন্দরে ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ

0

মিথ্যা ঘোষণায় বিদেশ থেকে শূকরের মাংস আমদানি করার অভিযোগ উঠেছে আমদানিকারক প্রতিষ্ঠান অলইষ্টার লজিস্টিক অ্যান্ড ট্রেডিং হাউজের বিরুদ্ধে। 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো আমদানি শাখায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ঘোষণা বহির্ভূত ৫৬ হাজার কেজি ওজনের বেশকিছু পণ্যের চালান আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা।

প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে এসব পণ্য থেকে ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায়  তল্লাশি অব্যাহত রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.