লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকা ছিনতাই

0

লালমনিরহাটের কালীগঞ্জে আইয়ুব আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট-সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপার এলাকায় এই ঘটনাটি ঘটে।

চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে আইয়ুব। উপজেলার চাপারহাট বিদেশি মার্কেটের একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল সাংবাদিকদের জানান, লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে বলা যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.