‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী
পল্লী উন্নয়নের জন্য পদক পেলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’(সিরডাপ) এর পক্ষ থেকে তাঁকে এই পদক প্রদান করা হয়।
রবিবার (২৯ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১’ তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা।