নারী

0

পুষ্প সাবেরা

নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায়া বিরক্ত করে। ভালবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখন ই একবার আপনি তার আত্ম সম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয়, আপনার সব কিছু থেকে সরিয়ে নেয়, একবার যদি মুখ ফিরিয়ে নেয়, বিশ্বাস করেন তখন হাজার বার চাইলেও আর আগের সেই মানুষটি কে পাবেন না।  

হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। ওই যে কথায় বলেনা যে নারী খোঁপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে।

তাই বুঝতে শিখুন, জানতে শিখুন, সম্মান করতে শিখুন, আগলে রাখতে শিখুন। কোনটা অভিমান, কোনটা অভিযোগ, কোনটা রাগ,কোনটা ভালোবাসা, কোনটা মুড সুয়িং। শুধু ছেড়ে গেছে, চলে গেছে, মন ভরে গেছে এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন, মেয়ে জাতি বড় অভিমানী। 

নারী জাতি বড় সম্মানের। কারণ সে আপনার মা, আপনার বোন, আপনার বান্ধবী, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনার সন্তানের মা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.