শিক্ষক পদে ৪৬২ জনকে নিয়োগ দেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
সহকারী শিক্ষক পদে ৪৬২ জন নিয়োগ দেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রার্থীদের দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে।
বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে মাসিক বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
বয়স : ৩০ জুন ২০২২ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর।
আবেদনপ্রক্রিয়া : আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে বিজ্ঞপ্তির ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত কাগজপত্রসহ আগামী ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ‘চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ’ ঠিকানা বরাবর ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে।
চাকরির আবেদন ফরম, প্রবেশপত্রের নমুনা ও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.rhdc.gov.bd)। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন ফি :৪০০ টাকা
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন ২০২২