রংপুরের বড়দরগায় স্কুলছাত্রী ইভা হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রংপুরে ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভা হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তা বড়দরগা বাজার এলাকা প্রদক্ষিণ করে।
পরে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- ইভার বাবা ইব্রাহিম খান, বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, সহকারী প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ,
স্থানীয় সংগঠক রফিকুল আলম, শিক্ষক আনোয়ার হোসেনসহ অন্যরা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, স্কুলছাত্রী মেধাবী শিক্ষার্থী ইভা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা তাকে বাঁচতে দিলো না। এই ঘটনার নেপথ্যে যে কারণই থাকুক না কেন, আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, গত ১৬ই আগস্ট রাত ১০টার দিকে কাউনিয়া উপজেলার কুটিরপাড় বাজার থেকে মধুপুর সড়কের পাশে সানজিদার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সানজিদার বাবা ইব্রাহিম খান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সানজিদার প্রেমিক নাহিদুল ইসলাম ওরফে সায়েম (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সায়েম হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সায়েম।