নানা আয়োজনে সেচ্ছাসেবী সংগঠন সাঁকোর বর্ষপূর্তী উদযাপন
সেচ্ছাসেবী সংগঠন সাঁকো- এর তৃতীয় বর্ষপুর্তী উপলক্ষে সাঁকো এবং সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের সহযোগীতায় পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিদামহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে মেডিসিন ডাক্তার হিসেবে রোগী দেখেছেন ডাঃ হাবিবুল্লা ইসলাম।
নাক, কান, গলার ডাক্তার হিসেবে রোগী দেখেছেন ডাঃ এম.এ.হোসেন পাটোয়ারী।চক্ষু ডাক্তার হিসেবে রোগী দেখেছেন ডাঃ মাসুদ রানা।
গাইনি ডাক্তার হিসেবে রোগী দেখেছেন ডাঃ জয়নব সুমি। এসময় সাঁকো এবং SWAB এর সদস্যবৃন্দ সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং অনেক নতুন সদস্য সংগঠনে যোগদান করেন।
সংগঠনটির চেয়ারম্যান জনাব এনামুল হক বলেন, সাঁকো গত তিন বছর থেকে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছে এবং আগামীতেও করে যাবে ইনশাল্লাহ।
অংশগ্রহনকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাঁকোর চেয়ারম্যান।