রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এম এ মজিদের নির্বাচনী সমাবেশ
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম এ মজিদের সমর্থনে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ তাজহাট মেট্রোপলিটন থানা কমিটি।
বৃহস্পতিবার বেলা এগারটায় রংপুর মর্ডান মোড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন রসিক নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রমিক লীগ নেতা এম এ মজিদ। তিনি বলেন, এবারের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তার দল আওয়ামী লীগ যোগ্য প্রার্থী বাছাইয়ে ভুল করবে না।
নিজেকে একজন যোগ্য প্রার্থী এবং অত্র এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত কর্মী দাবী করেন তিনি।
অবহেলিত রংপুরের উন্নয়নে সকলের সহযোগীতা নিয়ে একটি সুন্দর আগামীর প্রত্যশায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম এ মজিদ।
মাননীয় প্রধানমন্ত্রী যদি তাঁকে মনোনয়ন দেন তাহলে রসিক নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 32 নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুব মোরশেদ শামীম, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সহ সভাপতি মোনায়েম সরকার মানু, স্বেচ্ছাসেবক লীগ পীরগঞ্জ উপজেলার সভাপতি সেকেন্দার আলী মন্ডল, শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সহ সভাপতি মুক্তিযোদ্ধা মো: আব্দুর রাজ্জাক। এছাড়াও দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
শ্রমিক নেতা মজিদের সমর্থনে বিভিন্ন জায়গা থেকে আসা মিছিলসহ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।