রওশনকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

0

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদ থেকে বেগম রওশন এরশাদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড।

তার পরিবর্তে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে স্পিকার ড. শিরীন শারমিনকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় পার্টি। স্পিকারের অনুমোদন পেলে জাপা চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতার পদে বসবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় চিফহুইপ মসিউর রহমান রাঙ্গাঁ স্পিকারের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে চিঠিটি পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, দলীয় এমপি ফখরুল ইমাম, আহসান আদেলুর রহমানসহ আরও কয়েকজন।

মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে জানান, দলের ২৬ জন এমপির মধ‍্যে ২৪ জনই বিরোধীদলীয় নেতার পদে জিএম কাদেরকে সমর্থন দিয়েছেন। রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক ও এমপি পদে থাকবেন।

এর আগে, বুধবার চিঠি দিয়ে জাপার কাউন্সিল ‌‘ডাকেন’ থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আগামী নির্বাচনে বিএনপি জামায়াতের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে নিজেকে কাউন্সিলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করেন তিনি।
এরপরই তাৎক্ষনিক বিবৃতিতে জাপা জানায়, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কাউন্সিল আহ্বান ও আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণার এখতিয়ার নেই। তার চিঠি অবৈধ, অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী।

এদিকে বৃহস্পতিবার দলীয় বৈঠকের পর সংসদে জাপার সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে রওশন এরশাদ ও তার ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদ ছাড়া বাকি ২৪ এমপি অংশ নেন।
মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাকে বুধবারের চিঠি প্রত্যাহারের অনুরোধ করা হয়। তিনি রাজি হননি। এ কারণে দলীয় এমপিরা তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ‍্য, রওশন এরশাদ বছরখানেক ধরে অসুস্থ। তিনি সংসদীয় কার্যক্রমে সক্রিয় নন। একজন সার্বক্ষণিক বিরোধীদলীয় নেতা প্রয়োজন। সে কারণেই জিএম কাদেরকে নির্বাচিত করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.