রংপুরের মিঠাপুকুরে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

0

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানার কাফ্রিখাল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০৩ পিস ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

রবিবার (২৫ সেপ্টেম্বর ) র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত (০৬ নং কাফ্রিখাল ইউপি) খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি মোঃ সাজ্জাদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ আশাদুজ্জামান আশাদ (৩২)।

র‍্যাব-১৩’র অধিনায়ক সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে।

গ্রেফতার হওয়া মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.