রংপুরে পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
রংপুর জেলার পীরগাছা উপজেলার নব্দীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা কল্যানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ( 26.09.22) বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সোহরাব হোসেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি তছলিম উদ্দিন, কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান মোঃ নুর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, পীরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান ও যুব লীগের আহবায়ক আরিফুল হক লিটন, যুগ্ন আহবায়ক নাহিদ হাসান লিটন, কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি আলহাজ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখার সদস্য আলহাজ আব্দুর রহিম, কল্যানী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
বর্ধিত সভায় বক্তারা দলকে সুসংগঠিত করার আহবান জানান ।