কিস্তিতে পণ‍্য বিক্রয়ে মার্কেটিংয়ে লোকবল নিবে স্বপ্ন বাজার

0

আলোকিত স্বদেশ, আলোকিত বাংলাদেশ- এই স্লোগানে বিশ্বাস করে দেশ ও দশের দ্বারে দ্বারে পৌঁছাতে চায় হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা ব‍্যবসা প্রতিষ্ঠান ‘স্বপ্ন বাজার’।

সম্প্রতি বিশ্ব পরিস্থিতির বাস্তবতা আমলে নিয়ে বিদ‍্যুৎ চাহিদার গুরুত্ব অনুধাবন করে একটি গঠনমূলক উদ‍্যোগ গ্রহন করেছে স্বপ্ন বাজার যা কিনা আগ্রহী ব‍্যক্তি এবং বিপুল সংখ‍্যক পরিবারের উপকারে আসবে বলে আশা করা যায়।

ভাল কিছু করার দৃঢ় প্রত‍্যয়ে স্বপ্ন বাজার-এর গঠনমূলক উদ‍্যোগ বাস্তবায়নে প্রয়োজন মেধাবী, সাহসী, উদ‍্যোমী এবং মাঠ পর্যায়ের প্রতিযোগীতা মোকাবেলায় সক্ষম শিক্ষিত কিছু সংখ‍্যক তরুণ-তরুণী।

কি ধরনের কাজ : (এক) দৈনিক/সাপ্তাহিক কিস্তির ভিত্তিতে দেশ সেরা ব্র‍্যান্ডের এনার্জি সেভিং লাইট বিক্রয় করতে হবে।

(দুই) বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। উক্ত ব‍্যক্তি/প্রতিষ্ঠানের সাথে পরিচিতিকে ব‍্যবসায়ীক কাজে ব‍্যবহারে সচেষ্ট হতে হবে।

(তিন) রাস্তার পাশের দোকান, মার্কেট, শপিংমলসহ বাসা বাড়ীতে যোগাযোগ স্থাপন করতে হবে এবং প্রতিষ্ঠান নির্দেশিত পণ‍্য বিক্রয়ে সক্ষম হতে হবে।

(চার) রোটেশন ভিত্তিতে প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত এরিয়ার মধ‍্যে দৈনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

(পাঁচ) ব‍্যবসার প্রচার ও প্রসারে কাষ্টমার হ‍্যান্ডলিংয়ে সর্বদা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।

কাজের লোকেশন: রংপুর মহানগরী ও পাশ্ববর্তী এলাকা।

যানবাহন: চাকুরী করতে আগ্রহী প্রার্থীর অবশ‍্যই নিজস্ব যানবাহন থাকতে হবে। এবং উক্ত যানবাহনের দায় দায়িত্ব চাকুরীরত কর্মী বহন করবেন। প্রতিষ্ঠান এ ব‍্যাপারে কোন দায় নিবে না।

বেতন: নির্বাচিত প্রার্থীকে টার্গেট পূরণ সাপেক্ষে 12, 000/ (বার হাজার টাকা) বেতন দেয়া হবে। প্রতিষ্ঠানের ব‍্যবসায় নিয়ম অনুযায়ী টার্গেট সহজেই পূরণ হবে বলে আশা করা যায়।

অন‍্যান‍্য সুবিধা: পারফর্মেন্স ভাল হলে বেতন বৃদ্ধি পাবে। টার্গেট পূরণ সাপেক্ষে ইনসেনটিভ বোনাস দেয়া হবে। এছাড়াও কাজের সফলতা অনুযায়ী থাকবে আর্কষনীয় পুরষ্কার।

শিক্ষাগত যোগ‍্যতা: এসএসসি/এইচএসসি বা সমমান। অভিজ্ঞদের ক্ষেত্র শিক্ষাগত যোগ‍্যতা শিথিলযোগ‍্য। ( নারী/ পুরুষ সকলেই আবেদন করতে পারবেন)

অফিস টাইম : সকাল দশটা থেকে রাত আটটা। কখনো কখনো প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে কিছুটা বাড়তি সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।

সাপ্তাহিক ছুটি/বন্ধ: কোন নির্দিষ্ট দিনে সাপ্তাহিক ছুটি নেয়া যাবে না। প্রতিষ্ঠানে কর্মরত অন‍্য সহকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি নির্ধারিত হবে। এছাড়াও নির্দিষ্ট কিছু ছুটি প্রদানের বিষয়ে প্রতিষ্ঠানের নেয়া সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন‍্য হবে।

জামানত: চাকুরীতে যোগদানের সময় পাঁচ হাজার টাকা জামানত (ফেরতযোগ‍্য) হিসেবে জমা রাখতে হবে।

কতজন নেয়া হবে: সংখ‍্যা অনির্ধারিত।

আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া চলমান আছে। কেবলমাত্র আগ্রহী প্রার্থীগণ আবেদন করুন।

আবেদনের নিয়ম: (এক). সাদা কাগজে নির্ধারিত পদের জন‍্য প্রতিষ্ঠানের প্রধান ও ঠিকানা বরাবর আবেদন পত্র লিখতে হবে।

(দুই). তিনকপি পাসপোর্ট সাইজ ছবি।

(তিন). সর্বশেষ পরীক্ষা পাশের সনদের ফটোকপি

(চার). চারিত্রক সনদ, জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি।

(পাঁচ). পূর্ণ জীবন বৃত্তান্ত।

(ছয়). গ‍্যারান্টারের সম্মতি পত্র।

(সাত). নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হলে কাজে যোগদানের সময় চুক্তিপত্রের ব‍্যবস্থা ও খরচাদি প্রার্থীকে বহন করতে হবে।

যোগাযোগ:

পরিচালক,

স্বপ্ন বাজার

কসাইটুলী রোড, (মন্ডলবাড়ীর পরে চাতাল পার হয়ে সামনে ডানপাশে)

মাহিগঞ্জ, সদর, রংপুর-5403.

মোবাইল: 01718- 71 12 12, 01863- 88 57 89

E-mail: shahriarnishat84@gmail.com

  1. 2

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.