১৭ দল নিয়ে নির্বাচনী জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’

0

এবার ১৭ দল নিয়ে নির্বাচনী জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ নির্বাচনী জোটের ঘোষণা করা হয়।

দলগুলো হলো—ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ডেমোক্র্যাটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায় বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

লিখিত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। ২০২৪ সালের জানুয়ারিতে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই লক্ষ্যে ১৭টি দল নিয়ে আমরা একটি নির্বাচনী জোট করলাম। যার নাম গণতন্ত্র বিকাশ মঞ্চ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.