রাজধানীর আশকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0

রাজধানীর আশকোনা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফাতেমা আক্তার শারমীন। এসময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.) দুপুর ২:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ শারমীনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান বন্দর থানায় মামলা রুজু হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.