আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না: জি এম কাদের
উচ্চ আদালতের রায়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগের মতোই ‘কড়া’ বক্তৃতা করছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। নিজ দলকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না।’ সোমবার বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ওয়াজ মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। আলেম-ওলামারা রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন? রাজনৈতিক অলোচনা হলেই একটি মহল মাহফিল বন্ধ করে দিতে চায়। তারা মাহফিলে বাধা দেওয়ার কে? আলেম-ওলামাদের নাজেহাল করতে চায়। পাড়ায়-পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে। মাহফিলের মঞ্চ ভেঙে দিতে চায়। সত্যের পক্ষে কথা হলেই উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায়।
তিনি বলেন, এমন ধারণা তৈরি করা হয়েছে, দাড়ি-টুপি মানেই সন্ত্রাসী। অথচ দাড়ি-টুপিধারীরা অন্য ধর্মাবলম্বীদেরও বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দুই পাশে মসজিদ ও মন্দির। যে যার ধর্ম পালন করেন। অনেক দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব থাকলেও বাংলাদেশে নেই। বাংলাদেশিরা অসাম্প্রদায়িক।
ওলামা পার্টির আহ্বায়ক ড. ইরফান বিন তোরাব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম আল জুবায়েরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন ওলামা পার্টির নেতা মুফতি ফিরোজ শাহ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আবদুর রব, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।