ডেন্টাল সংগঠন ‘বিএফডিএস’ কমিটির অভিষেক
দেশের অন্যতম কার্যকর ডেন্টাল সংগঠন ‘বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সাইন্স’ এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হেমায়েতপুর লাজপল্লী কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
কমিটিতে সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা. মো. রকিবুল হোসেন রুমী ও কলাবাগান রাজ ডেন্টালের প্রতিষ্ঠাতা ডা. মো. আসাফুজ্জোহা রাজ মনোনীত হয়েছেন।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে বিশিষ্ট মেডিসিন বিষেশজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ্ ও উপদেষ্টা হিসাবে ডা. মোশাররফ হোসেন খন্দকার, অধ্যাপক আকরাম পারভেজ, অধ্যাপক. মো. শফিউল্লাহ্, ডা. ওহায়েদুজ্জামান তমাল, অধ্যাপক জালাল উদ্দিন, সহ-সভাপতি পদে অধ্যাপক লাবুদা সুলতানা ও ডা. মো. রবিউল ইসলাম রবি, যুগ্ম মহাসচিব ডা. সুজয় দাস গুপ্ত ও ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফ, সহ সাংগনিক সম্পাদক ডা. সাইফুল্লাহ্ সারোয়ার, কোষাধক্ষ্য ডা. শামসুজ্জামান বাবু ও সহ কোষাধক্ষ্য ডা. শফিউর রহমান পরাগসহ অনেকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হন। পূণাঙ্গ কমিটির সদস্যরা একসঙ্গে বিএফডিএসকে আরও শক্তিশালী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।