তুরস্কে সহায়তা পাঠাল ডিএনসিসি
ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সংকটে থাকা তুরস্কে সহায়তা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও কাউন্সিলররা মানবিক সহায়তা দিয়েছেন।
আজ সোমবার ডিএনসিসি নগর ভবন থেকে ১৩টি ট্রাকে এসব পণ্য টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) প্রতিনিধি ফারুক মোস্তাকঅলুর কাছে হস্তান্তর করেন মেয়র আতিক।
ডিএনসিসির দেওয়া পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৩০০ জ্যাকেট, শিশুদের জন্য ৩ হাজার ১০০ জ্যাকেট, ৭ হাজার সোয়েটার, ১ হাজার রুম হিটার, ৭ হাজার কম্বল ও শিশুদের ৬ কার্টন পোশাক।
মেয়র আতিকুল ইসলাম বলেন, তুরস্ক আমাদের বন্ধুরাষ্ট্র। তাদের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকেই আমরা জ্যাকেট, কম্বল, রুম হিটার, সোয়েটারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছি। তীব্র ঠান্ডায় সেখানে শীতের পোশাকের খুব প্রয়োজন।
এ সময় টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাকঅলু বিপদের সময় মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান। ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।