র্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ দিবস পালনে ছাত্রলীগের আহ্বান
সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিং, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির পথযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, র্যাগিং ও যৌন হয়রানির জন্য যে সমস্যা গুলো হচ্ছে এর কারণে সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বছরের একটি দিন ঠিক করুন যে দিনটিকে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যারাসমেন্ট, বুলিং, র্যাগিং, যৌন হ্যারাসমেন্ট প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে। আমরা মনে করি একটি দিনকে যদি সচেতনতামূলক প্রতিরোধ দিবস হিসেবে বেছে নিতে পারি তাহলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরো বেশি উন্নত হবে ও সাংস্কৃতিক পরিবেশ অনেক উন্নত হবে।
সমাবেশে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাবির হল শাখা, ঢাকা কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি হ্যারাসমেন্ট, এন্টি র্যাগিং সেল গঠনের দাবি জানিয়ে মাজহারুল কবির শয়ন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে আপনারা এন্টি হ্যারাসমেন্ট সেল ও এন্টি র্যাগিং সেল গঠন করুন।