শুভঙ্করের ফাঁকি শিরিনা আফরোজ

0

ভাগ্যের নির্মম পরিহাস কথাটা

খুব একটা মানতাম না এর আগে ,

আজকাল খুব মানি!

গুনে গুনে ঢের অভিজ্ঞতা

সঞ্চয় করেছি এতদিনে,

তাই ভিষণ অর্থপূর্ন হয়ে উঠেছে

এই ক্ষণস্থায়ী জীবন খানি।

দুই খানা হাত, দুইখানা পা

সাদা মাটা অবয়বে প্রত্যেক কেই

মানুষ মনে হত এর আগে।

ইদানিং কিছু কিছু অবয়বের

অন্তরালে কল্পনার চোখে কেমন

জানোয়ার জানোয়ার লাগে।

বড় অশান্ত অবুঝ মন

যেন দূর হতে উড়ে আসে শকুন

যেন ভাঙনের আয়োজন।

চৌদিকে ছড়িয়ে ছিটিয়ে

প্রতিহিংসার জাল।

চলার পথে আবর্জনার স্তুুপ,

অপ্রত্যাশিত জঞ্জাল,

সাধ্য নাই এড়াইবার পারি।

ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়

ভাটার গাঙে জনম বাইছি

অন্যের ভাঙা তরী।

আশায় আশায় বাইলাম তরী

এই বুঝি পাবো কূল।

মাঝ নদীতেই পরে রইলাম

সবটাই মনের ভুল।

ভাগ্যের লেখা লিখেন যিনি

হিসেবটা তার কাছে।

তিনিই জানেন কার গন্তব্য

কোথায় লেখা আছে।

রাজহাঁস কিনলে হয় পাতিহাস,

ভূগোল এনে দেখি ইতিহাস

সবটাই শুভঙ্করের ফাঁকি।

এসব ফাঁকির কাব্য কথা

কোন কগজে লেখি

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.