আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেলেন যারা

0

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম, কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান। গতকাল শনিবার রাজধানীর পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’ স্লোগান নিয়ে ২০১১ সাল থেকে প্রতিবছর মননশীল ও সৃজনশীল—দুটি বিভাগে ‘সাহিত্য পুরস্কার’ দিচ্ছে আইএফআইসি ব্যাংক। এর ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য সৃজনশীল বিভাগে ‘দুধ’ শিরোনামের বইয়ের জন্য সাংবাদিক ও লেখক মশিউল আলম পুরস্কার পান।

অপর দিকে ২০২১ সালের জন্য মননশীল বিভাগে ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের বইয়ের জন্য কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সৃজনশীল বিভাগে ‘উজানবাঁশি’ শিরোনামের উপন্যাসের জন্য সাহিত্যিক স্বকৃত নোমানকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক লেখককে উত্তরীয়, পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আইএফআইসি ব্যাংক পরিচালনা পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.