ফুটফুটে তিন যমজ শিশুর জন্ম দিলেন সোনিয়া আকতার

0

নিশাত শাহরিয়ার

এক সঙ্গে তিনটি ফুটফুটে যমজ শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া আকতার। বুধবার ( ১৫ মার্চ ) দুপুরে রাজধানীর পান্থপথে অবস্থিত লং লাইফ হাসপাতালে তিন যমজ শিশুর জন্ম দেন তিনি। এদের মধ্যে দুজন মেয়ে এবং একজন ছেলে। প্রথমে মেয়ে সন্তানের জন্ম হয়।

যমজ তিন শিশুই শারীরিকভাবে সুস্থ্য আছে বলে জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার মো: লুৎফর রহমান। যমজ শিশু জন্মদানকারী সোনিয়া আকতার ঢাকার দোহারের বারহা এলাকার সিলাকোটা গ্রামের বাসিন্দা মালেশিয়া প্রবাসী মোহাম্মদ রিয়েলের স্ত্রী।

অনলাইন নিউজ পোর্টাল সিটিটিভি24কে লং লাইফ হাসপাতালের জিএম লুৎফর রহমান জানান, ১৫ মার্চ সকালে সোনিয়া আকতার হাসপাতালে ভর্তি হন। একই দিন দুপুর ২.৪০ মিনিটে সিজার অপারেশনের মাধ্যমে তিন যমজ সন্তানের জন্ম দেন তিনি। সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় খুশী হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা।

বিশিষ্ট গাইনী চিকিৎসক তাহমিনা আক্তার-এর তত্বাবধানে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। ওটি সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা: শাহিনা আক্তার। সহকারী সার্জন ছিলেন ডা: মেহের আফরোজ। এন্সেথেশিয়ার দায়িত্বে ছিলেন ডা: সমর।

ডা: তাহমিনা আক্তার-এর কাছে তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহপাকের অশেষ রহমতে এবং হাসপাতাল কর্তৃপক্ষসহ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিন শিশু সুন্দরভাবে ভূমিষ্ট হয়েছে। মা ও তিন যমজ শিশুর সঠিকভাবে যত্ন নেয়ার জন্য স্বজনদের প্রতি আহবান জানান তিনি।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মা ও শিশুদের দেখতে আসেন এবং স্বজনসহ সকলকে অভিন্দন জানান। এদিকে, শিশুদের বাবা বিদেশে অবস্থান করায় সোনিয়া আকতারের ভাই সার্বিক বিষয় দেখভালের দায়িত্ব পালন করছেন বলে সিটিটিভি24 কে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.