এই সরকারের অধীনে পাড়ার ক্লাবের নির্বাচনও সুষ্ঠ হবে না: গণতন্ত্র মঞ্চ

0

এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, ‘এই সরকারের অধীনে পাড়ার কোনো সংগঠন বা ক্লাবেরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ 

আজ শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর পল্টন মোড়ে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তিস্তার পানি প্রত্যাহার বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এ কথা বলেছেন বক্তারা। 

সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার দেশের স্বার্থ বিক্রি করে বিদেশি শক্তির হাতে দেশের সম্পদ তুলে দেওয়ার খেলা খেলছে। তারা মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যেই সরকার সুপ্রিম কোর্টের বার নির্বাচনে পুলিশ লাগিয়ে হাইজ্যাক করে নেয় তারা দেশের সাধারণ নির্বাচন তো দূরে থাক একটা পাড়ার সংগঠনের বা ক্লাবেরও গ্রহণযোগ্য নির্বাচন করতে সমর্থ না।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সুপ্রিম কোর্টের বার নির্বাচনে পুলিশ দিয়ে সরকার যা করেছে সেটা দেশের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায়। দ্রব্যমূল্য সহনীয় করার কোনো ইচ্ছাই এই সরকারের নাই কারণ সরকার নিজেই একটা সিন্ডিকেট। দ্রব্যমূল্য তারা বাড়াতেই থাকবে। এর বিরুদ্ধে লড়াই করাটাই একমাত্র পথ।’ 

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘৫-৭টি বড় বড় শিল্পগোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। ভোজ্য তেল থেকে পোলট্রি মুরগি সবকিছুই সিন্ডিকেটের হাতে। সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়ায়। শিগগিরই চূড়ান্ত আন্দোলন হবে, জনগণ এই আন্দোলনে বিজয়ী হবে।’ 

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকার রাতের অন্ধকারে বিরোধী দলের কর্মীদের তুলে নিয়ে মুখ বন্ধ করার ষড়যন্ত্রে নেমেছে। এই সরকার মুখে সংবিধানের কথা বলে জনমানুষের অধিকার কেড়ে নেওয়াতে ব্যস্ত। 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.