বিশ্বসেরা এমআইটিতে চান্স পেলেন চাঁদপুরের নাফিস

0

বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র নাফিস উল হক। তার ডাকনাম সিফাত।

বাংলাদেশী পড়ুয়াদের মধ্যে নাফিজ সবচেয়ে কম বয়সে এমআইটিতে আন্ডারগ্রাজুয়েটে (স্নাতক) পড়ার চান্স পেয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে নাফিসের বাড়ি। তার মা ও বাবা দুইজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন।

এ ব্যাপারে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ খবরটা চাঁদপুরবাসী ও চাঁদপুর সরকারি কলেজের অত্যন্ত গর্বের বিষয়। এটি আমাদের কলেজের জন্য বড় এটি অর্জন। সে এমআইটিতে আন্ডারগ্রাজুয়েটে সরাসরি ভর্তির অফার পেয়েছে।

তিনি আরও বলেন, এমআইটিতে তার চান্স পাওয়ার খবরে আজ বৃহস্পতিবার দুপুরে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। এসময় চাঁদপুর জেলা প্রশাসনের এনডিসি কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও কলেজের সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। সে এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানান অধ্যাপক অসিত বরণ দাশ।

চাঁদপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ার আগে নাফিজ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চাঁদপুরের ছোট হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন।

তার সহপাঠীরা জানান, নাফিস ২০১৭ সাল থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। ২০১৯ সালে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো অবস্থানে যায়। ২০২০ সালে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে রৌপ পদক পেয়েছে এবং ২০২১ সালে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে রৌপ পদক পেয়েছে। এছাড়া ২০২১ সালে সিঙ্গাপুর আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সব কিছু ঠিক থাকলেও করোনার লকডাউন কারণে যেতে না পেরে অনলাইনে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মেডেল পেয়েছে। তাছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে মাসে জাতীয় পর্যায়ে পদক পেয়েছে। যার ফলে সে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে গোল্ড মেডেল পেয়েছে।

তবে নাফিসের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা যায়নি। এর আগে গতকাল বুধবার সামাজিক যোগাযেগ মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মামরুফ তার আইডিতে খবরটি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পরে।

তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘চাঁদপুর সরকারি কলেজ থেকে এমআইটি! ইয়া আল্লাহ! করছে কি এই ছেলে। আল্লাহ নাফিস উল হকের সম্মান আরো বাড়িয়ে দিক, আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নগুলা এভাবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.