ভারতের মধ্য প্রদেশে বিধ্বস্ত বিমান, চালকের মরদেহ উদ্ধার
বিমানচালনা অনুশীলনের সময় দুজন শিক্ষানবিশ চালকসহ ভারতের মধ্য প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার বালাঘাট জেলায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের এক চালকের। তার ঝলসানো দেহ উদ্ধার করা হলেও আর এক নারী চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।
বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে লানজি এবং কির্নাপুরের পাহাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের অদূরে এক শিক্ষানবিশ বিমানচালকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, বিমানের আর এক নারী চালকের খোঁজ শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার বালাঘাটের কাছে মহারাষ্ট্রের বিরসি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল বিমানটি। তবে সন্ধ্যায় কির্নাপুর থানা এলাকার ভাক্কুটোলা গ্রামের ওই পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সেটি বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।