টিভিএফবি অ্যাওয়ার্ড পেলেন ডিআরইউ সম্পাদক সোহেল

0

করোনাকালে অবদান রাখায় টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ (টিভিএফবি) অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

দেশে করোনার সময়ে বেসরকারিভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের প্রথম করোনার বুথ স্থাপন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), অ্যাম্বুলেন্স সেবা, টেলিমেডিসিন সেবাসহ সাংবাদিক সমাজের জন্য বিশেষ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মাইনুল হাসান সোহেল ছাড়াও বিপন্ন মানুষের জন্য অবদান রাখা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের করোনাযোদ্ধাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

করোনাযোদ্ধা হিসেবে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম রাশেদ রাব্বি, নিউ এজ পত্রিকার সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট এবং রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি আহম্মদ ফয়েজ এবং ফ্রিল্যান্স সাংবাদিক জসিম উদ্দিন খান (চেয়ারম্যান, সঙ্গে আছি ফাউন্ডেশন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.