ইয়াব-এর আয়োজনে বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী আগামীকাল

0

সিটিটিভি (নিশাত শাহরিয়ার): আগামীকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী।

২০ জন তরুণ ইউটিউবারের ২০টি সচেতনতামুলক ভিডিও বড় পর্দায় দেখানো হবে। এমন আয়োজন প্রসঙ্গে ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ-এর সভাপতি শাহিন আহমেদ বলেন, লক্ষ্য করলে দেখা যাবে ইউটিউবাররা মাঝে মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও প্রচার করে থাকেন। এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় আমরা চেষ্টা করছি এমন একটি আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মানে তরুণদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করা।

দায়বদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে ইয়াব সভাপতি বলেন, আমাদের এই আয়োজনে দর্শকরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে একটি শুভ বার্তা পাবেন সেই সাথে তরুণ প্রজন্মও উৎসাহিত হবে। সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও নির্মানের বিরুদ্ধে একটি সঠিক নীতিমালা প্রণয়নেরও দাবি জানান ইয়াব সভাপতি শাহীন আহমেদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.