ওমেন বাংলাদেশ ‘সেরা পিঠা শিল্পী’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

0

দেশব্যাপী ওমেন বাংলাদেশ ‘সেরা পিঠা শিল্পী’ প্রতিযোগিতার ফ্রি রেজিস্ট্রেশন চলছে।
শুরু হল ডেইলি ওমেন বাংলাদেশ ‘সেরা পিঠা শিল্পী’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন। পিঠা বানাতে পারেন এমন সব বয়সের নারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।
দেশের প্রথম ও একমাত্র নারী কেন্দ্রীক মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ ঢাকায় এই আয়োজন করছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
১. এই আয়োজনে অংশগ্রহণের জন্য শুধুমাত্র নারীরাই বিবেচিত হবেন।
২. প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে https://www.facebook.com/thedailywomenbangladesh পেইজ লাইক দিতে হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলে #thedaily #sera_pitha_silpy #womenbangladesh# ‘সেরা পিঠা শিল্পী’হ্যাসট্যাগটি ক্যাপশনে দিয়ে এই পোস্টটি শেয়ার করুন।
আপনার নাম, ফোন নাম্বার, পেইজ থাকলে নাম দিন, নিজের ২টি ছবি ও পিঠার স্পষ্ট ছবি ও রেসিপির বিস্তারিত লিখে আমাদের Whatsapp- 01675123851 পাঠিয়ে দিন।
৩. বিচারকদের সার্বিক বিবেচনায় সকল নিয়ম মেনে রেজিস্ট্রেশনকৃত সারাদেশ থেকে বাছাই করা প্রথম ১০০ জনপ্রতিযোগিকে মূল পর্বের জন্য নির্বাচন করা হবেন। এ কার্যক্রম সম্পন্ন হলে প্রোগ্রামের তারিখ, সময়, ভেন্যু সহ বিস্তারিত তথ্য https://www.facebook.com/thedaily#womenbangladesh#serapithasilpi পেইজ এবং ফোনে জানিয়ে দেওয়া হবে।
৪. মূল প্রোগ্রামের দিন বাছাইকৃত ১০০ জনের রেসিপি ওমেন বাংলাদেশ বর্ণিল ‘ই’ ম্যাগাজিনে প্রকাশ করা হবে ও সার্টিফিকেট প্রদান করা হবে।
৫. আয়োজন শেষে মূল পর্বে অংশগ্রহণকারী ১০ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার
৬. রেজিস্ট্রেশনের শেষ সময় 20 অক্টোবর (শনিবার), রাত ১০ টা
৭. রেজিস্ট্রেশন ফ্রি
৮.তবে বাছাইকৃত ১০০জনকে শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হবে, ফি পরে জানানো হবে।
৯. ওমেন বাংলাদেশ পরিবারের কেউ এই ইভেন্টে অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন না।
১০. Daily Women Bangladesh এই আয়োজন যেকোনো সময় পরিবর্তন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
বিস্তারিত জানতে কলেজ করুন – ০১৬৭৫১২৩৮৫১, ০১৮৮০৮৯৩৮৬৮

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.