পূজায় আসছে প্রিতম-তোশিবার ‘হাঙ্গামা’

0

রকিবুল ইসলাম আফ্রিদি: নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার এফএ প্রিতম ও চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নয়া দামান খ্যাত তোশিবা বেগম। সম্প্রতি তোশিবা-প্রিতমের ‘কালাচান’ ‘কালাচান ২’ এর সফলতার পর দূর্গা পূজা উপলক্ষে আসছে নতুন গান। কালাচান শিরোনামের গানটি দিয়ে তোশিবা- প্রীতমের গানে জুটি বেঁধেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল নাফিসা নুসরাত প্রণমী ও জনপ্রিয় অভিনেতা আলিফ চৌধুরী।

দুর্গাপূজা উপলক্ষে আসছে এফএ প্রীতম ও তোশিবার কন্ঠে “হাঙ্গামা” শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন এফএ প্রিতম নিজেই। সঙ্গীতায়োজনে সজীব চৌধুরী। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্রা ঘোষ ইমন। বরাবরের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নাফিসা নুসরাত প্রণমী ও আলিফ চৌধুরী। গানটি বিএস মাল্টিমিডিয়ার ব্যানারে খুব শীঘ্রই প্রকাশ পাবে বলে জানান প্রিতম। গানটির মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার হাবিব এবং ডিওপি ছিলেন হেলাল ইরিশ।

নতুন গান প্রসঙ্গে এফএ প্রীতম সিটিটিভিকে জানান, হাঙ্গামা গানটিতে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে। এটা ফোক ধরনের গান। গানটিতে র‍্যাপ রয়েছে এবং র‍্যাপটি আমি করেছি। আমি সব সময় এক গীতিকারের কাজ করি সেই ধারাবাহিকতায় এবারের গানটির গীতিকারও সালাউদ্দিন সাগর। গানটি দুর্গাপূজা উপলক্ষে করেছি। যারা বাংলা ফোক গান ভালোবাসেন তারাই গানটি ভালোবাসবেন। গানটি মর্ডান ফোক গান। ছোট থেকে বড় এমনকি বৃদ্ধ মানুষের মনেও জায়গা করে নিবে গানটি । এর আগে, কালাচান গানটি সকলেই ভালোভাবে গ্রহণ করেছে এবং দর্শক প্রিয়তা পেয়েছে বলে জানান তিনি। তবে এই গানটি কালাচান এর মত না, একটু ভিন্নতা রয়েছে বলে জানালেন শিল্পী নিজেই। আশা করি গানটি প্রকাশ হওয়ার সাথে সাথে প্রত্যেকটি পূজা মণ্ডপে এই গানটি শোনা যাবে। এমনটাই আশাবাদের কথা জানালেন এফএ প্রিতম।

নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে তোশিবা বলেন, আমাদের জুটির গান সকলে পছন্দ করেছে। আশা করি এই গানটিও পছন্দ করবে। গানটি পূজা উপলক্ষেই করা। আশা করি গানটি প্রত্যেকটি পূজা মন্ডপে চলবে। গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি গানটি সকলের ভাল লাগবে বলে জানান তিনি।

নতুন গান প্রসঙ্গে আলিফ চৌধুরী জানান, গানটি খুবই সুন্দর। গানটির শুটিং আমরা সোনারগাঁও জাদুঘরে করেছি। সবকিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে। কিন্তু এটাই আমার মিউজিক ভিডিওতে শেষ কাজ। আমি আর মিউজিক ভিডিওতে কাজ করব না। তবে করব, যদি গান সুন্দর হয় অথবা বিগ বাজেটের হয়। গতানুগতিক না হলে করা হবে, এছাড়া আর করা হবে না। মিউজিক ভিডিওর শুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো। আমার সহশিল্পী প্রনমি অনেক ভাল করেছে। ইমন দাদাও যেমনটা চেয়েছে আমরাও তেমনটা করার চেষ্টা করেছি। বাকিটা মিউজিক ভিডিওটি প্রকাশ পেলে দর্শকই জানাবে কেমন হয়েছে।

নতুন গান প্রসঙ্গে নাফিসা নুসরাত প্রণমী জানান, এই মিউজিক ভিডিও কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। সোনারগাঁও জাদুঘরে আমি কখনো শুটিং করিনি। এমন দৃষ্টিনন্দন জায়গায় আমি এই প্রথম শুটিং করেছি। আমাদের নির্মাতা ইমন দাদা খুবই পরিশ্রম করেছে। আমার সহ শিল্পী আলিফ খুবই সুন্দর করেছে, ডিওপি হেলাল ভাই অনেক পরিশ্রম করেছে। কোরিওগ্রাফার হাবিব ভাইয়াও যথেষ্ট প্রচেষ্টা করেছে। কাজটিতে আমরা সকলেই অনেক পরিশ্রম করেছি। এজন্যই খুব দ্রুত কাজটি শেষ করতে পেরেছি। আমরা সকলেই জানি ছয়টার পর সোনারগাঁয়ে শুট করা যায় না, আমরা তার আগেই শেষ করতে সক্ষম হয়েছি। আশা করি কাজটি সকলের কাছে ভালো লাগবে। দর্শকদের কাছ থেকে আমি সব সময় ভালোবাসা, দোয়া ও সমর্থন চাই। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমার ”কালাচান” “পান সুপারি” ”মনের মানুষ” সহ প্রত্যেকটি কাজই দর্শক প্রশংসা করছে। আমার প্রত্যেকটি কাজের আলোচনা চাই, সমালোচনা চাই। কারণ সমালোচনা-আলোচনা করলেই আমি আমার জায়গায় বহাল থাকতে পারবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.