চাটখিলে জামায়াত-বিএনপিকে রাজপথে উঠতে না দেওয়ার ঘোষণা

0

বিএনপি ঘোষিত হরতালের প্রতিবাদে চাটখিল উপজেলা আওয়ামীলীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। নোয়াখালি জেলার চাটখিল পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌর ভবনের পাশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে চাটখিলে জামায়াত-বিএনপিকে রাজপথে উঠতে না দেওয়ার ঘোষণা দেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও চাটখিল পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, পৌর আওয়ামীলীগ সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী প্রমুখ। বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, রাজপথ থাকবে আওয়ামীলীগের দখলে। জামায়াত-বিএনপিকে রাজপথে উঠতে দেওয়া হবে না। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিবার (২৯ অক্টোবর) বিএনপি ঘোষিত হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়কে হরতালের বিরুদ্ধে দিনভর অবস্থান নেন। ঢাকাগামী ও নোয়াখালী জেলা সদরের উদ্দেশ্যে কোন বাস ও মিনি বাস ছেড়ে না গেলেও ছোট ছোট যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। হরতালের সমর্থনে চাটখিল উপজেলা বিএনপির কোন নেতাকর্মীকে মিছিল কিংবা সড়কে অবস্থান করতে দেখা যায়নি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.