হরতালে দেখা নেই বিএনপি নেতাকর্মীদের
সারাদেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। তবে রবিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানী ঢাকাসহ কোথাও হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সকাল থেকে ঢাকাসহ কোথাও হরতালের পক্ষে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
তবে সড়কে যানবাহন চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম। এদিকে, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এবং র্যাবের সব ইউনিটে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।