পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দিবেন টেনিস তারকা জাভেউর
টানা দুবার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন ওন্স জাভেউর। কিন্তু দুবারই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে এই তিউনিসিয়ান টেনিস তারকাকে। চলতি বছরের জুলাইয়ে তার বিপক্ষে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসোভা।
এবার সেই প্রতিপক্ষকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন জাভেউর। জয়ের পরও তার মুখে হাসি নেই। গাজায় যুদ্ধের ভয়াবহতায় তার মন কাঁদছে। তাই তো টুর্নামেন্ট থেকে পাওয়া পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।