চুয়াডাঙ্গার জীবননগরে একই বাসা থেকে দুটি বাইক চুরি

0

গত ১০ নভেম্বর, ২০২৩ ইং ভোরবেলা চুয়াডাঙ্গার জীবননগরে ডিগ্রি কলেজ পাড়ায় ফয়েজ উদ্দিনের বাসা থেকে একসাথে দুটি বাইক চুরি হয়। একটি ছিল তার নিজের লাল কালারের CT-১০০ এবং আরেকটি তার বড় ছেলে আকিবের কমলা কালারের Suzuki Gixxer FI ABS।

বাসার নিচের ফ্লোরে টাইলসের কাজ কমপ্লিট না হওয়ার কারণে নিচের ফ্ল্যাট ফাঁকা ছিল। আর এই ফ্ল্যাটেরই পিছন দিকের জানালার রড কেটে তারপর মেইন গেটের তালা ভেঙে পাশের গ্যারেজে থাকা দুটি বাইক নিয়ে চলে যায়। পাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তিনজন গাড়িসহ ভোর ৪:১৩ মিনিটে বেরিয়ে যায়।

বাসার ছোটছেলে সিয়াম জানান, নিচের ফ্ল্যাটের মেইন দরজা যে ছিল না এটা যারা আমাদের বাসায় অনেকবার এসেছে তারাও কখনো খেয়াল করেনি। যার কারণে জানালা থেকে বেরিয়ে ওইদিক থেকে গ্যারেজে যাওয়া সহজ হয়। এটা অবশ্যই বাসার পুরো তথ্য আছে এমন কারো কাজ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.