২৩০ আসনে প্রার্থীর নাম ঘোষনা করলো তৃণমূল বিএনপি

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সাবেক বিএনপি নেতা ও যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি। বাকি ৭০টি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে পাঁচ জন সাবেক সংসদ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলটির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।

তৃণমূল বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকায় থাকা সাবেক পাঁচজন সংসদ সদস্যের মধ্যে রয়েছেন ঝিনাইদহ-২ আসনের নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনের আবদুল গণি, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়াল, মৌলভীবাজার-২ আসনের এম এম শাহীন এবং সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), দলের নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সিগঞ্জ-১ ও মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে নিবন্ধন না দলটি তৃনমূল বিএনপির প্রতীকে নির্বাচনে যাচ্ছে বলে জানা গেছে। দলটির চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে, প্রগতিশীল ইসলামী জোট’ নামে ১৫ দলীয় একটি রাজনৈতিক মোর্চা তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানা গেছে। এই জোটের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ এবং জোটের সদস্য সচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩ এ কোনও প্রার্থী ঘোষণা করেনি নাজমুল হুদার তৃণমূল বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী ছিলেন। তবে তার ব্যাংক ঋণ থাকায় বিকল্প প্রার্থী খোঁজা হচ্ছে।

কিছু আসনে তৃণমূল বিএনপির একাধিক প্রার্থী প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, ছোটখাটো ভুলের কারনে অনেকের প্রার্থিতা অনেক সময় বাতিল হয়ে যায়।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তৈমুর আলম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলেও সরকার গঠন হয়েছে। এবার সরকারকে ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেয়া হবে না বলে জানান তৃণমূল বিএনপির মহাসচিব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.