বেলাউজের মাপটা মেয়েদেরই ঠিক করতে হবে
ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের জীবন নিজের মত করে উপভোগ করতে ভালোবাসেন তিনি। সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গি গুরুত্ব না দেয়ায় প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
নিজের খোলামেলা পোশাকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার খোরাক জোগান তিনি। বিশেষ করে শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ পরে মেকআপ বিহীন ছবি নিয়মিত দেখা যায় তাকে। তবে এ নিয়ে প্রায়ই নানা সমালোচনা হয় এই অভিনেত্রীকে নিয়ে।
কিছুদিন আগে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্লিভলেস পরে হাজির হন স্বস্তিকা। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া বার্তা জানান দেন এই অভিনেত্রী।
স্বস্তিকা লিখেন, হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।’ স্বস্তিকার এই ভাবনার সঙ্গে অবশ্য অনেকেই সহমত পোষন করেছেন।
১৯৯৮ সালে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে বিয়ে করার কয়েক বছরের মধ্যেই সংসারে ছন্দপতন ঘটে। শিশু মেয়েকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবেই কন্যা অন্বেষাকে বড় করেন তিনি। মেয়েই এখন স্বস্তিকার ভালো বন্ধু।