যশোরে ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার এই ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, যশোর-১ (শার্শা) আসনে শতকরা এক ভাগ ভোটার তালিকা ঠিক না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও নাজমুল হাসানের এবং সিআইবির ঋণখেলাপির জামিনদার থাকায় জাতীয় পার্টির আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ও জাকের পার্টির সবুর খানের।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থীর শতকরা এক ভাগ ভোটার তালিকা ঠিক না থাকায় এসএম হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। টিন নাম্বার না থাকা ও আয়কর দাখিল না করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর প্রার্থী শামছুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌহিদুজজামান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জাতীয় পার্টির ফিরোজ শাহ, জাকের পার্টির সাফাউজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.