রংপুরে ব্র্যাক লার্ণিং সেন্টার দর্শনায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্প-এর আয়োজনে এস আর এইচ আর ইস্যুতে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলার সাংবাদিকসহ ও ইয়ুথ গ্রুপের সদস্যরা। সভাপতিত্ব করেন ইয়্যুথ সদস্য মোছা: সিনথিয়া। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে এম জাহেদুল ইসলাম। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করেন অধিকার এখানে এখনই প্রকল্পের জেলা যুব সংগঠক মো: সোলায়মান মিয়া। যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং সমন্বিত যৌনতা শিক্ষার বর্তমান প্রেক্ষাপট ও সংবাদপত্রে প্রকাশনা প্রেক্ষাপট তুলে ধরেন এরিয়া কো-অডিনেটর মাধুরী সুত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়্যুথ সদস্য মো: আরমান হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাব সভাপতি মনাব্বর হোসেন মনা, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শ্রী বাবুল নাগ, রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরিনা লাভলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ব্র্যাক যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করছে এটা সময়োপযোগী উদ্যোগ। এজন্য ব্র্যাককে ধন্যবাদ জানান তারা। যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে আলোচনা গ্রাম পর্যায়ে নিয়ে যাবার উপর গুরুত্বারোপ করা হয়। বয়:সন্ধিকালে শারিরীক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সকলকে সচেতন হওয়ার বিষয়েও আলোকপাত করা হয়।
শহর এলাকায় প্রায় ৮০% এর উপরে স্যানিটারী প্যাড বাবহার করে উল্লেখ করে বক্তারা বলেন, এই আলোচনা ঘরে ঘরে নিয়ে যেতে হবে যাতে নারীরা সকলে অন্তত মাসিককালীন সময়ে পরিচ্ছন্ন থেকে সুস্থ থাকতে পারে।