ওয়াফেল, ডোনাট ও ক্রেপসের জন্য জনপ্রিয় ওয়াফেল টাইম

0

ওয়াফেল টাইম ভোজন প্রিয়দের জন্য শীর্ষ শ্রেণীর ওয়াফেল, ক্রেপস, ডোনাটস এবং কোল্ড শেক পরিবেশন করে আসছে। ঢাকায় ১৪টি আউটলেটের পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রামে ২টি আউটলেটসহ ২০২২ সাল থেকে ওয়েস্টার্ন ঘরানার খাবার ওয়াফেল, ডোনাট, ক্রেপস পরিবেশন করছে ওয়াফেল টাইম। স্বল্প সময়ের মধ্যে অর্জন করেছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। সমস্ত আউটলেটে খাবারের মান এবং দাম একই রকম। ১৬ ধরণের বিভিন্ন স্বাদের ওয়াফেল, ১৯ ধরণের ক্রেপস, ৮ ধরণের ডোনাট এবং অনেক রকমের মকটেইল শেক পাওয়া যায় ওয়াফেল টাইমে। চকলেট এবং ব্লুবেরী আইসক্রীম ফ্লেভারের ওয়াফেলগুলো বেজায় সুস্বাদু। আবার চিজ চিকেন ক্রেপস দারুণ মুখরোচক।

সিইও মোঃ আবরার গালিব এবং ব্যবস্থাপনা পরিচালক রাফিউল হাসান যৌথভাবে ব্র্যান্ডটিকে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ছড়িয়ে দেয়ার প্রচেষ্টায় বুনছেন আগামীর স্বপ্ন।

এছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ফ্র্যাঞ্চাইজি সেটআপ করার স্বপ্ন দেখেন তারা। কেন স্বাদ এবং গুণমান সর্বোত্তম এমন প্রশ্নের উত্তরে দুজনেই জানান- বেশিরভাগ খাদ্য উপাদান এবং ওয়াফেল তৈরির সমস্ত মেশিন বিদেশ থেকে আমদানি করা। বিশেষভাবে আইটেমগুলো দক্ষ শেফ দ্বারা তাজা খাদ্য উপাদানের মাধ্যমে তৈরি হয়। গরম গরম মচমচে ওয়াফেল তাই জিভে জল এনে দেয়। আবার ক্রেপস এর স্বাদও অসাধারণ মজার। সব কিছুর দাম তুলনামূলক হাতের নাগালেই। এসব কারণেই ওয়াফেল টাইমের সব আউটলেটে সারা দিনরাত ভীড় লেগেই থাকে।

এছাড়াও ফুডপান্ডা, পাঠাও অ্যাপসের মাধ্যমে প্রচুর পরিমাণে অনলাইন অর্ডার আসে বলে জানান তারা। আউটলেটটি সকাল ১১ টায় খোলে এবং মাঝরাত ১২ টায় বন্ধ হয়। বিশেষ করে উত্তরা ৬ এর আউটলেটটি ২৪ ঘন্টাই খোলা থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াফেল টাইম ব্র্যান্ডের নাম ও লোগো কপিরাইট এবং ট্রেডমার্ক সুরক্ষিত। সর্বোপরি সেরা ওয়াফেল এবং ভীনদেশি ঘরানার খাবারের স্বাদ পেতে ওয়াফেল টাইমের কোন বিকল্প নেই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.