বিজয় দিবসের শোডাউনের পরও খোলেনি বিএনপি কার্যালয়ের তালা

0

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শোভাযাত্রায় বড় ধরনের শোডাউন করেছে বিএনপি। দীর্ঘদিন কর্মীশূন্য থাকা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টার মধ্যেই নেতাকর্মীর ব্যাপক সমাগম ঘটলেও খোলেনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দুপুর ১২টার পর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। ফকিরাপুল মোড় থেকে শান্তিনগর এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার হাতে অবস্থান নেন তারা। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানসহ সরকারবিরোধী স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে উৎসুক কর্মীদেরকে কার্যালয়ের বন্ধ গেটের সামনে বসে সেলফি তুলতে দেখা যায়। এদিকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকা ছেড়ে চলে গেলেও সরে যায়নি পুলিশ। মোতায়েন করা অতিরিক্ত পুলিশ চলে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে বিএনপির কার্যালয়ের পাশে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.