১৪ জনকে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

0

মধ্য আমেরিকার চারটি দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগে ওই ১৪ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো—নিকারাগুয়া, গুয়েতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের এবং ৩ জন এল সালভাদরের।

এই ১৪ জনের বিরুদ্ধে ‘ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের’ ৩৫৩ নম্বর ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.