নির্বাচিত হলে গণমানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে: শেরীফা কাদের

0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে এলাকাভিত্তিক খেলার মাঠ নির্মাণ করবো। শিশুদের প্রতিভা বিকাশে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। শিশুদের পাঠাভ্যাস সৃষ্টিতে একটি পাঠাগার নির্মাণ করা হবেও বলেও প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শেরিফা কাদের।

শেরিফা কাদের বলেন, রাজধানীর মধ্যে যে কটি আসন আছে তার মধ্যে ঢাকা-১৮ আসনের রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ। শুকনো মৌসুমেও রাস্তার মাঝে পানি জমে থাকে। পানি ও সুয়ারেজ লাইন ঠিক করতে হবে। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। নারী ও যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে। এই বিশাল এলাকায় একটি বড় সরকারি হাসপাতাল দরকার। আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে গণমানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানান তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উত্তরা’র বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উত্তরা কালচার সোসাইটি আয়োজিত সুধী সমাজে গণমাধ্যম কর্মীদের শেরীফা কাদের এমপি এসব কথা বলেন।

উত্তরা কালচার সোসাইটি আয়োজিত সুধী সমাবেশে বিশিষ্টজনরা জাতীয় পার্টি মনোনীত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরীফা কাদেরকে ভোট দিতে সবার প্রতি আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.