জয়ী হলেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

0

দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের সৈয়দ একরামুজ্জামান। তিনি ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৪ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.