বৈঠকের আয়োজনে শিল্পকলায় বর্ণাঢ্য আবৃত্তি অনুষ্ঠান

0

বৈঠকের আয়োজনে ৫১-৫৩ তম আবর্তনের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় কর্মশালা প্রযোজনা ‘জীবনের অতল ছুঁয়ে’ এবং ৫৫ ও ৫৬ তম আবর্তনের শুভারম্ভ অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

অনুষ্ঠানে ৩৫ জন নবীন আবৃত্তি শিল্পী আবৃত্তি করেন। বিশেষ আবৃত্তি পর্বে আবৃত্তি করেন বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা ও হাসান মাহাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটিকে আলোকিত করেন সমাজ সেবক ডা. মোশাররফ হোসেন জোয়ার্দ্দার, টাইমস ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. এ, এইচ, এম আক্তারুল ইসলাম (সভাপতি- চারুকলা বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়) সংস্কৃতিজন কুটু জোয়ার্দ্দা, কবি রাম চন্দ্র দাস, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ড. মোহাম্মদ আলমগীর আলম, সমাজসেবক মো. ফখরুল হোসাইন, আবৃত্তি শিল্পী শিরিনা বীথিসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈঠকের সভাপতি কবি শাহীন রেজা রাসেল। এমন কনকনে শীত উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিলনায়তন পূর্ণ করেছেন বিদগ্ধ দর্শকমন্ডলী।

অনুষ্ঠানে আগত সকলের প্রতি বৈঠকের পক্ষ থেকে জানানো হয় অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এভাবেই সকলের ভালোবাসায় নান্দনিকতার মিছিল নিয়ে বৈঠক এগিয়ে যাবে আরো বহুদূর। জয় হোক বাংলা ও বাঙালিত্বের। জয় হোক আবৃত্তির। জয় হোক সত্য ও সুন্দরের।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.