শোবার ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার একটি বাড়ির শোবার ঘর থেকে মধু (৪৮) ও তার সাত বছরের ছেলে মুগ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহত রেজাউল করিম মধু শহরের আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে। তার স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে রেজাউল করিম মধু ধর্মান্তরিত হয়ে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মণ্ডলের মেয়ে শেফালি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল মধুসূদন রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বর্ণের দোকানে কাজ করা মধু স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী শেফালী খাতুন অসুস্থ থাকায় পরিবারের সবাই মিলে পাশেই পশ্চিম মজমপুর এলাকায় শ্বশুর বাড়িতে যান। মধু সকালে ছেলেকে স্কুলে ভর্তি করানোর নাম করে শ্বশুর বাড়ি থেকে বের হন। পরে বিকেলের দিকে ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।