রোহিঙ্গাদের আর আশ্রয় দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাখাইনে অভিযান পরিচালনা করাটা তাদের (মিয়ানমারের) আভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেটির কারণে আমাদের এখানে উত্তেজনা ইতিপূর্বে তৈরি হয়েছে এবং সেখানকার মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে, দুই জন নিহতও হয়েছে। ৩৩০ জনের মতো তাদের সেনা ও নিরাপত্তাবাহিনীর সদস্য আমাদের দেশে এসেছিল, আবার তাদেরকে ফেরত নিয়ে গেছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে সেটির প্রতিবাদ জানিয়েছি। সুতরাং আমরা আশা করবো ইতিপূর্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এমন পরিস্থিতি আবার উদ্ভব হবে না।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সিআরবি শিরিষ তলায় চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বই মেলায় ‘মহান একুশে স্মারক সম্মাননা পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.