চাকরির নামে অনলাইনে প্রতারণার ফাঁদ

0

অনলাইনে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার(১৮ মার্চ)রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোয়াজ্জেম হোসেন।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, ২৩ জানুয়ারি ভুক্তভোগী এ কে এম মঞ্জরুল হক তপুর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্টটাইম ও ফুলটাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় তিনি প্রতারকদের কথা অনুযায়ী তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। এরপর প্রতারকরা ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বলে। তিনি সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের হিসাব নম্বরে কয়েক ধাপে মোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার পরপরই প্রতারকরা তাকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পুলিশ সুপার জানান, ভুক্তভোগী রাজধানীর ভাষানটেক থানায় একটি লিখিত অভিযোগ করলে এ সংক্রান্ত একটি প্রতারণা মামলা হয়। এ মামলায় এটিইউ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে। প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংক হিসাব নম্বরটি মোয়াজ্জেম হোসেনের। ওই হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.